চিত্রগৃহ চাটমোহরের দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৪:১৪ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৩:৪৯

পাবনার চাটমোহরের সৃজনশীল চিত্র শিক্ষালয় চিত্রগৃহ চাটমোহরের উদ্যোগে শুরু হলো দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনী। সোমবার সকাল দশটায় পৌর সদরের মাস্টারপাড়ায় চিত্রগৃহ কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন। করোনাকালে ঘরে বসে শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মনীষী, করোনাভাইরাস, ফুল, পাখিসহ বিষয়ভিত্তিক ছয় শতাধিক ছবি স্থান পেয়েছে। পুরো আয়োজনে সমন্বয় করেন চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক ও বিশিষ্ট অংকন শিক্ষক মানিক দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রগৃহর ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, প্রবীণ শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিজয় ভৌমিক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমুখ। পরে অতিথিরা প্রদর্শনীর ছবি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের আঁকা ছবি ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :