শিশু সোয়াইবকে খুনের দায়ে তিনজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৪:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০, ১৪:৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
শিশু সোয়াইব হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ বছর বয়সী শিশু সোয়াইব হোসেনকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

চাঞ্চল্যকর এই মামলাটিতে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন- ফজর মুন্সী, রাজু ও জসিম।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের তিনজনের বিরুদ্ধে মৃত্যুর আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোয়াইব। নিখোঁজ হওয়ার ছয় দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর সোয়াইবের বাবা তার ছেলেকে অপহরণের পর হত্যার বিষয়ে থানায় একটি মামলা করেন। দীর্ঘ সাত বছর পর ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমআর