দৌলতপুরে বিদ্যুৎ উপকেন্দ্র ও সাব জোনাল অফিসের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৮:১৭

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি ৩৩/১১ কেভি ২০ এমভিএ উপকেন্দ্র ও সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় উপকেন্দ্রটি উদ্বোধন করেন।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নির্মিত এই কেন্দ্র উদ্বোধনের সময় নাঈমুর রহমান দুর্জয় বলেন, একটি দেশের উন্নয়ন করতে গেলে আগে বিদ্যুৎ বিভাগকে উন্নত করতে হবে। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পাওয়া মানেই দেশের উন্নয়ন নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্দুর রশিদ মৃধা, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আ. লীগের সভাপতি একে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি মো. আলী হায়দার প্রমুখ।

ঢাকাটাইমস/৩০ নভেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :