‘প্রতি জেলার প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার করা হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৩৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিটি জেলার প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার তৈরি করা হবে, যেন সাংবাদিকরা বিশেষ করে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরতে পারে মানুষের কাছে। তার বিশ্বাস চিরদিন এভাবেই বঙ্গবন্ধু মানুষের মাঝে বেঁচে থাকবে।

সোমবার বিকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় গোপালগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের নিহত তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বিকালে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা: সংবিধানের আলোকে ’শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :