‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে কেউ রাজনীতি করবেন না’

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৪৬

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে কেউ রাজনীতি করবেন না। গুটি কয়েক মানুষ ভাস্কর্য নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন- যা কখনই সরকার মেনে নেবে না। বুঝতে হবে ভাস্কর্য আর মূর্তি এক না। মূর্তি হলো উপ্যাস্য দেবতা, যা একটি সম্প্রদায় পূজা করেন। অপর দিকে ভাস্কর্য হলো দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। অতএব ভাস্কর্য স্থাপন নিয়ে যারা গুজব রটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন- তারা এ ষড়যন্ত্র বন্ধ করেন।’

সোমবার দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক এবং সংবাদকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জান হিমু।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :