মাধবপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৫৮

হবিগঞ্জের মাধবপুরে একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা পৌর শহরের তিতাস শিশু হাসপাতালে অভিযান চালিয়ে সেখানে এক্সরে রুমের দরজায় লেড শিট ব্যবহার না করা, একজনের সেলাইয়ের কাজে ব্যবহৃত সুতা আরেকজনকে ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট না এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :