অবশেষে ‍মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১২:২৫

খ্যাতিমান নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলমান করোনা আতঙ্কের মধ্যেই আগামী ১১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমা।

‘বিশ্বসুন্দরী’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং মিষ্টি নায়িকা পরীমনি। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।

সান মিউজিক এন্ড মোশন পিকচার্স-এর নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই এগিয়ে আসতে হবে। তাই বড় বাজেটের ছবিটি আমরা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সাহস করছি।’

তিনি আরো বলেন, ‘যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধুমাত্র তাদেরকেই আমাদের ছবিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবো। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে আসুন।’

অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে নির্মিত। তাই বিজয়ের মাসে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, সব শ্রেণির দর্শক তাদের পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবেন।’

চয়নিকা চৌধুরীর অভিষেক চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এটি দেশব্যাপী পরিবেশনা করবে নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে ছবির সম্প্রচার সহযোগী হিসেবে থাকছে মাছরাঙা টেলিভিশন।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :