‘‌ওয়ার্নার যেন দ্রুত সুস্থ না হয়’, রাহুলের মন্তব্যে সমালোচনার ঝড়

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ১৫:০৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০, ১৫:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ডেভিড ওয়ার্নারের চোটে যখন বড়সড় ধাক্কা অসি শিবিরে, তখন বেজায় খুশি লোকেশ রাহুল!‌ আবার মুখে বলছেনও সে কথা। স্পোর্টসম্যানশিপ স্পিরিটের নামমাত্র নেই। আর এতেই নেটদুনিয়ায় তীব্র সমালোচিত ভারতীয় উইকেটকিপার।

সিরিজ হারার পর মিডিয়ার সামনে রাহুল আসতে প্রশ্ন করা হয়, আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না ওয়ার্নার। টেস্টেও অনিশ্চিত। শুনে খানিকটা রসিকতার ছলেই মন্তব্য করেন রাহুল।

রাহুল বলেন, ‘‌ওয়ার্নারের চোট কতটা গুরুতর তা আমরা জানি না। এটা অবশ্যই অস্ট্রেলিয়ার কাছে ক্ষতি। তবে আমরা চাইব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’‌

আর এতেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অনেকেই বলতে থাকেন, একজন ক্রিকেটারের চোট নিয়ে কেউ এভাবে কথা বলতে পারেন না। অন্য এক নেটিজেনের কথায়, রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখানো উচিত ছিল তার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আর কোনো প্রতিক্রিয়া দেননি তারকা।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এআইএ)