ট্রাম্পের করোনা উপদেষ্টার পদত্যাগ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩১

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যর কারণে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।

স্কটের পদত্যাগের এই খবর সোমবার নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। ফক্স নিউজের একটি প্রতিবেদন বলছে, পহেলা ডিসেম্বর (মঙ্গলবার) থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে। 

দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, ‘করোনা মহামারি ঠেকাতে তিনি সবসময় বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করেছেন। মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে তিনি কাজ করে গেছেন। এক্ষেত্রে রাজনৈতিক কোন প্রভাব ছিলো না।’

ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন স্কট অ্যাটলাস। কোভিড-১৯ ইস্যুতে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে বেশ কয়েকবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১ডিসেম্বর/এনএইচএস/