হাত কাটার মামলায় মুন্সীগঞ্জ যুবলীগের সভাপতি কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২১:১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষ ও এক ব্যক্তির হাতকাটার মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) জেলা আমলি আদালত-৫ এ জামিন আবেদন করলে বিচারক মুক্তার মণ্ডল তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলার বৈদ্দারগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয় রুবেল (৩২) ও কবির (২২) নামে দুইজন। আহতদের মধ্যে রুবেলের এক হাতের কব্জি কাটা ও আরেক হাতের দুই আঙ্গুল কেটে ফেলা হয়েছে আর কবিরের গায়ের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ ঘটনার দুই দিন পর (১১ আগস্ট) আহত রুবেল স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানকে প্রধান আসামি করে ২৪ জন নাম উল্লেখ করে ও ১০/১২ জন অজ্ঞাত আসামির নামে মামলা করেছিলেন।

মঙ্গলবার ওই মামলার আদালতে জামিন আবেদন করেন শাহজাহান খান।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :