পাকুন্দিয়ায় বিদেশি মদসহ দুজন আটক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২১:১৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মঠখোলা-পাকুন্দিয়া সড়কের পুটিয়া গ্রামের আবু সাঈদের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহিন মিয়া, এএসআই জিন্নত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটকরা হলেন- উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং হিজলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদে সোমবার (৩০ নভেম্বর) রাত ১০টা ৩৫মিনিটে মঠখোলা-পাকুন্দিয়া সড়কের উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে আমদানির কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান জানান, বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে আমদানি করে নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :