বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরল আট বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে সোমবার রাতে দেশে ফিরেছেন আটজন বাংলাদেশি নারী। ভারতে দুই বছর কারাভোগের পর ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

ফেরত আসা নারীরা হলেন, খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজরা খাতুন(২০), যশোরের মনিরামপুর থানার আব্দুর রহমানের মেয়ে ছালমা খাতুন(১৯), নারায়ণগঞ্জের আব্দুল আজিজের মেয়ে সেলিনা বেগম(২১), যশোরের বেনাপোলের আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন(১৮), একই জেলা শহরের শেখহাটির শওকত আলী বিশ্বাসের মেয়ে মাজেদা খাতুন(২০), চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রুশিয়া মন্ডল(২২), পটুয়াখালী জেলার হাকিম হাওলাদারের মেয়ে রেখা বেগম(১৯), মাগুরা জেলার তরফ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস(৮)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মুম্বাই শহরে গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতের হাজির করলে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষ হলে আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে নিয়ে যায়। উভয় দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :