ডাকের ডিজি সুধাংশুর বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২২:১৩
ফাইল ছবি

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বাধ্যতামূলক ছুটিতে থাকা ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে ডাক অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন।

এই দুই কর্মকর্তা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) পাঠানো চিঠিতে অনুরোধ জানিয়ে বলা হয়, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ, ভারতে পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করে। এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ১১ নভেম্বর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :