শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:১৮ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:০৫

প্রত্যাশিতই ছিল, মাত্র ২৩ করলেই শচীন টেন্ডুলকারের রের্কড ভাঙবেন বিরাট কোহলি৷ বুধবার মানুকা ওভালে বিরাট দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে শচীনের ১২ হাজার রানের মাইলস্টোনের রেকর্ড ভাঙলেন৷

প্রথম দু’টি ম্যাচ হেরে আগের সিরিজ খুঁইয়েছে ভারত৷ বুধবার ক্যানবেরায় বিরাটদের সামনেই তাই সিরিজে হোয়াইটওয়াশ আটকানোর ম্যাচ৷ মানুকা ওভালের ব্যাটিং পিচে টস জিতে প্রথম ব্যাটিং নিলেও বিরাটদের রান তোলার গতি অত্যন্ত মন্থর ছিল৷

এদিন ব্যক্তিগত ২৩ রান করে ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার মাইলস্টোন পৌঁছতেই শচীনের রেকর্ড ভাঙেন কোহলি৷ এতদিন ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের পৌঁছনোর রের্কড ছিল মাস্টার ব্লাস্টারের দখলে৷ ৩০৯ ম্যাচে ৩০০ ইনিংসে ১২ হাজার রানে পৌঁছেছিলেন শচীন৷ আর বিরাট ২৫১ ম্যাচে ২৪২ ইনিংসে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন৷ সেই সঙ্গে ক্যানবেরার মানুকা ওভালে কীর্তি গড়লেন বিরাট৷ সচিনের থেকে ৫৮টি ইনিংস কম খেলে এই রেকর্ড করেন ভারত অধিনায়ক৷

বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২২ হাজার রানে পৌঁছলেন৷ শচীন ছাড়া বাকি চার ক্রিকেটার, যারা এই মাইলস্টোন ছুঁয়েছেন তারা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)৷

রবিবারই আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন বিরাট৷ বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক৷ ১১ রানের জন্য এসসিজি-তে ওয়ান-ডে ক্রিকেটে তার ৪৪তম শতরান হাতছাড়া হলেও মাইলস্টোন টপকে গিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি৷ ব্যক্তিগত ৮৬ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ওয়ান-ডে ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেন দিল্লি এই ডানহাতি ব্যাটসম্যান।

এই মাইলস্টোন ছুঁতে ভারত অধিনায়কের লেগেছে ৪৬২ ইনিংস৷ বিশ্বক্রিকেটে সর্বাধিক রানের নিরিখে শীর্ষে অবশ্যই শচীন৷ ৬৬৪ ম্যাচে এই কিংবদন্তির ঝুলিতে রয়েছে ৩৪,৩৫৭ রান৷ ২৮,১০৬ রান সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা৷ আপাতত সবকটি ফরম্যাট মিলিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রান পূর্ণ করা কোহলির ঝুলিতে রয়েছে ১২,০৪০ ওয়ান-ডে রান৷ আর টেস্টে ৭,২৪০ রান এবং আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার রান সংখ্যা ২৭৯৪৷ ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের নিরিখে ভারত অধিনায়ক রয়েছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯টি শতরান থেকে মাত্র ছ’ধাপ দূরে রয়েছেন কোহলি৷

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :