হোয়াইটওয়াশ এড়াতে ৩০৩ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৪:২৫ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:৩৮

মানুকা ওভালের ব্যাটিং পিচে শুরুটা ভালো না-হলেও হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো সেঞ্চুরি পার্টনারশিপে অস্ট্রেলিয়ার সামনে বড় রানের টার্গেট রাখল ভারত৷ টপ-অর্ডার ব্যর্থ হলেও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরি এবং ষষ্ঠ উইকেটে হার্দিক ও জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান তুলেছে টিম ইন্ডিয়া৷

এক সময় মনে হয়েছিল আড়াইশো রানের গণ্ডি টপকাতে হিমশিম খাবেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ কিন্তু হার্দিক ও জাদেজার দুরন্ত ব্যাটিং তিনশো রানের গণ্ডি টপকে যায় ভারত৷ ইনিংসের শেষদিকে অজি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন এই দুই ভারতীয় অল-রাউন্ডার৷ শেষ ৫ ওভারে কোনো উইকেট না-হারিয়ে ৭৬ রান যোগ করে ভারত৷

সিডনিতে প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া৷ এদিন কোহলিদের সামনে সম্মান বাঁচানোর ম্যাচ৷ সিরিজ হোয়াইটওয়াশ আটকাতে এই ম্যাচ জিততেই হবে বিরাটদের৷ মানুকা ওভালের ব্যাটিং পিচে টস জিতে প্রথম ব্যাটিং নিলেও বিরাটদের রান তোলার গতি ছিল অত্যন্ত মন্থর৷

এদিন দলে চারটি পরিবর্তন করে ভারত৷ প্রথম দুটি ম্যাচে ব্যর্থ ময়াঙ্ক আগরওয়ালকে বসিয়ে এদিন শুভমন গিলকে থেলায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ভারতীয় ইনিংস শুরু করেন শুভমন৷ কিন্তু ওপেনিং জুটিতে মাত্র ২৬ রান যোগ করে ভারত৷ ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নে ফেরে ধাওয়ান৷

এরপর বিরাট ও শুভমন ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু ব্যক্তিগত ৩৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান গিল৷ এরপর অল্প সময়ের ব্যবধানে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ তবে এদিন তাঁর ওয়ান ডে ক্রিকেটে ৬০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি৷

তবে ব্যক্তিগত ২৩ রানে পৌঁছতেই ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান বিরাট৷ সেই সঙ্গে শচিন টেন্ডুলকারের দ্রুততম ১২ হাজার রানের মাইলস্টোনের রেকর্ড ভেঙে ফেলেন কোহলি৷ শচিনের থেকে ৫৮টি ইনিংস কম খেলে এই মাইলস্টোন টপকে যান বিরাট৷ হাফ-সেঞ্চুরি করলেও বড় ইনিংস খেলতে পারেননি ভারত অধিনায়ক৷ ৭৮ বলে ব্যক্তিগত ৬৩ রানে কোহলিকে আউট করেন জোস হ্যাজেলউড।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :