চঞ্চলের কণ্ঠে ৬০ বছরের পুরনো গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:১৯

ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যেমন তার অভিনয়, তেমন গানেও তিনি পারদর্শী। অডিও গানের পাশাপাশি নিজের অভিনীত সিনেমায়ও গান গেয়েছেন চঞ্চল। এবার বহু পুরনো সিনেমার খুবই জনপ্রিয় একটি গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা কাম গায়ক।

গানটি হচ্ছে ষাটের দর্শকে মুক্তিপ্রাপ্ত রাজ্জাক-কবরী অভিনীত ‘দর্পচূর্ণ’ ছবির ‘তুমি যে আমার কবিতা’। বিখ্যাত এই গানটির মূল শিল্পী মাহামুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন। নতুন করে গাওয়া গানটিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

নতুন করে এ গানটির সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গত ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। আগামী ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর জমকালো মঞ্চে গানটি পরিবেশন করা হবে।

এর আগে অক্টোবরে ‘যুবতী রাধে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন চঞ্চল চৌধুরী। সেই গানে যৌথভাবে আরও কণ্ঠ দেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। গানটি ইউটিউবে ব্যাপক আলোড়ন তোলে। এবার ‘তুমি যে আমার কবিতা’ কতটা সাড়া ফেলে সেটা দেখার অপেক্ষা।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :