বড়লেখায় দুই মাদকসেবীর কারাদণ্ড

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:০২ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:৪৩

মৌলভীবাজারের বড়লেখায় মদপানের সময় অভিযান চালিয়ে রাজন হোসেন ও হোসাইন আহমদ নামে দুই মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে পৌরসভার মুড়িগুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের পর এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শামীম আল ইমরান।

এসময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না এ মুচলেখা নিয়ে সুবের আহমদ নামে এক কিশোরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গোপন খবরে মুড়িগুল এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। এসময় মদ পানরত অবস্থায় ধরা পড়েন রাজন, সুবের ও হোসাইন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে রাজন ও হোসাইনকে কারাদণ্ড দেওয়া হয়। আর ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মুচলেকা প্রদান সাপেক্ষে সুবের আহমদকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমমস/২ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :