ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের শরিয়া পরিপালনের ওয়েবিনার

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

ঢাকাটাইমস ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণমূলক সেবা প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সফলতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ব্যাংকটির চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এমন কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, সারাবিশ্বে ইসলামী ব্যাংকিং ক্রমাগত ব্যাপকতা লাভ করছে। ইসলামী ব্যাংকিং বিশ্বব্যাপী এক সফল বাস্তবতা। এই ব্যাংকিং ব্যবস্থা জীবনের সকল লক্ষ্যকে বিবেচনায় রেখে ব্যবসায় পরিচালনা করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ। চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলী এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা এবং মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের নির্বাহী ও কর্মকর্তারাও ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

ঢাকাটাইমস/২ ডিসেম্বর/পিএল