জোনায়েদ সাকি করোনা আক্রান্ত

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৯ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোয়ায়েদ সাকি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় বুধবার কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন জোনায়েদ সাকি। বৃহস্পতিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। 

জোনায়েদ সাকির পাশাপাশি গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তারও একই সময় কোভিড পরীক্ষা করান। তারও ফলাফল পজিটিভ এসেছে।

তারা দুইজনই বর্তমানে নিজ নিজ বাসায় আছেন বলে জানিয়েছেন সৈকত আরিফ।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/কারই/কেআর)