৬০ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক চালককে ধরল হাইওয়ে পুলিশ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ২১:০৯ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির চালকের সিটের পেছনে রাখা কাপড়ের ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নগদ ১৫হাজার টাকা পাওয়া যায়।

এই ঘটনায় বৃহস্পতিবার টেকনাফ মডেল থানায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসএই) মো. জসিম উদ্দিন মামলা করেছেন। মাদকদ্রব্য আইনে করা এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে আটক ট্রাক চালক বেলাল উদ্দিনকে। তার গ্রামের বাড়ি উখিয়ার ছোট ইনানী (বেলালের বাড়ি)।

আসামিকে আদালতে নেয়া হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম ফাঁড়ি এলাকার মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ একটি খালি ট্রাক এলোমেলোভাবে আসতে দেখে সেটা থামানোর জন্য বলা হয়। কিন্তু চালক গতি না কমিয়ে ট্রাকটি বেপরোয়াভাবে চালাতে থাকলে পুলিশ তার পিছু নেয়। এক পর‌্যায়ে ট্রাক চালক বেলাল উদ্দিনকে ধরে ফেলে পুলিশ।

চালকের এমন আচারণে সন্দেহ হলে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে চালকের সিটের পেছনে কাপড়ের একটি ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো নীল রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, আমরা যে পরিমাণ ইয়াবা উদ্ধার করেছি তার আনুমানিক মূল্য ৫৮লাখ ৬৫হাজার টাকা। থানায় মামলার পর আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/বিইউ/ইএস)