বিজয়ের মাস নিয়ে অস্ট্রিয়া আওয়ামী লীগের ভার্চুয়াল সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৩১

অস্ট্রিয়া আওয়ামী লীগের আয়োজনে ‘বিজয়ের মাস ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাছিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরের পরিচালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

এম নজরুল ইসলাম বলেন, সম্প্রতি ভাস্কর্য নির্মাণকে ইস্যু হিসেবে ব্যবহার করে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে উগ্রবাদীরা। এজন্য বিদেশ থেকে প্রত্যক্ষ মদদ পাচ্ছে তারা। এর আগেও একাধিকবার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে নিজেদের মতলব হাসিলের প্রচেষ্টা করেছে এই গোষ্ঠীটা।

সম্প্রতি আবারও বেশ কিছুদিন ধরে এই অনলাইন ও অফলাইনে সমানভাবে সক্রিয়ভাবে হয়ে উঠেছে এরা। দেশের ভেতর থেকে উগ্রবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে এবং বিদেশ থেকে আরেকটি অংশ অনলাইনে মানুষকে উস্কানোর চেষ্টা করছে। এবার আরও সংঘবদ্ধ হয়ে সহজ-সরল মানুষদের উত্তেজিত করার মিশনে নেমেছে তারা।

এসময় আরো বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরিফ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জার্মান আওয়ামী লীগ সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, নরওয়ে আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক বেল্লাল হোসেন,মাল্টা আওয়ামী লীগের সভাপতি মসিউর রহমান,সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির রতন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃরিজভি আলম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন কায়সার, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক,আক্তার হোসেন, স্পেন আওয়ামী নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব ইকবাল হোসেন লিটন, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারন সম্পাদক কমরেড খন্দকার, জাহাঙ্গীর সরকার(ইতালি), অস্ট্রিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভনেত্রী নাহিদ নাসরীন,অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম,মোহাম্মদ গাজী, তুহিন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন, সহ সভাপতি রুহিদাস, সহসভাপতি শামসুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান শ্যামল প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :