দিনাজপুরের সিভিল সার্জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

অবশেষে করোনাযোদ্ধা দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজে বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার এবং স্ত্রীর কোভিড -১৯ পজিটিভ এসেছে।

মহামারি কোভিড-১৯ উদ্ভূত করোনা পরিস্থিতিতে তিনি গত ১০ মাস দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। ভয়কে জয় করে দিনাজপুরবাসীর কল্যাণে চষে বেরিয়েছেন দিনাজপুর জেলার এক উপজেলা হতে আরেক উপজেলা। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস কোভিড-১৯ এর মৃদু উপসর্গে আক্রান্ত। তিনি বর্তমানে স্বস্ত্রীক হোম আইসোলেশনে রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জনের ফেসবুক আইডিতে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ হতে তার আশু সুস্থতা কামনা করা হয়েছে। কোভিডযোদ্ধা সিভিল সার্জন যেন দ্রুত সুস্থ হয়ে দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগের হাল পুনরায় ধরতে পারেন এই প্রত্যাশায় করেছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :