নেয়ামত ভূঁইয়া’র কবিতা: দেশটা জুড়ে আজব আঁধার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:১৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:২৭

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

দেশটা জুড়ে কেবল ঘোরে আজব আঁধার,

সুখের পথে আকাশ ছোঁয়া প্রাচীর বাধার।

বিত্ত আশায় রক্ত নেশায় চিত্ত মাতে,

নিস্ফলতায় জ্বলছে চিতায় আত্মঘাতে।

 

দম্ভ দানব দ্বন্দদ্বিধার গহীন গুহায়,

প্রীতির প্রসূণ উন্মাদনায় দলছে দু’পায়।

পুঁথির বোঝা হচ্ছে গোঁজা গাধার পিঠে,

বিত্ত-বেসাত বিষের ব্যুহে শক্ত গিঁটে।

 

 

হিংসারোষের অগ্নিগিরির লোভের লাভা,

বাড়ায় বাহু ধ্বংস-রাহু; নগ্ন থাবা।

বিভেদ-বিবাদ নিন্দা-নিনাদ নিত্য হানে,

খিলের তালা বিবেক বোধের বধির কানে।

 

 

স্বার্থশূলে মূল্যবোধের মুণ্ডু পাতা,

ক্ষিপ্ত খলের খড়্গ ঘায়ে খণ্ড মাথা।