শেখ মনির জীবন থেকে শিক্ষা নিতে হবে: তালুকদার আব্দুল খালেক

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

ঢাকাটাইমস ডেস্ক

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের আদর্শে বলিয়ান আপোষহীন নেতৃত্ব শহীদ শেখ ফজলুল হক মনি বাংলার মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান যুব সমাজকে তার জীবনাদর্শন থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি'র ৮১তম জন্মদিনে নগর যুবলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র এ কথা বলেন।

শুক্রবার সকাল ১০ টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি শুধু একজন রাজনীতিবীদ ছিলেন না। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সৃজনশীল কর্মের একজন প্রগতিশীল মানুষ ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় মৌলবাদ ও মাদক নির্মূলে যুব সমাজকে শহীদ শেখ ফজলুল হক মনি'র ন্যায় সৃজনশীল কর্মে আত্মনীয়োগ করতে হবে।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শ্যামল সিংহ রায়, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মুহিদুল ইসলাম মিলন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/পিএল