মাস্ক না পরায় ঢাকায় ৪৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:০০
ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ঢাকায় আটটি স্থানে মোট ৪৭ জনকে জরিমানা গুনতে হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

শুক্রবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার পাঁচটি উপজেলা ও মহানগরের ডিএনসিসি মার্কেট, লালবাগ, নিউমার্কেটসহ মোট আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে মাস্ক না পরায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৪৭ জনকে মোট ১৬ হাজার ৭৫০ জরিমানা করা হয়েছে।

এছাড়া নাগরিকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে জসচেতনতা বৃদ্ধি ও মাইকিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে অভিযানকালে গরিব ও অভাবী মানুষদের মধ্যে মোট ৭০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এদিকে গত ১৭ নভেম্বর থেকে শুক্রবার পর্যন্ত ১৮ দিনে এক হাজার ৬০৬ জনকে মোট তিন লাখ ৭০ হাজার ৩৮০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় ২১ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :