বঙ্গবন্ধুর ভাস্কর্য: ধোলাইপাড়ে গৌরব’৭১ এর মহাসমাবেশ শনিবার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর ধোলাইপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকি প্রদানকারী মামুনুল হকসহ অন্যদের প্রতিরোধে মহাসমাবেশ ডেকেছে গৌরব ’৭১। আগামীকাল শনিবার বিকাল ৩টায় ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, শহীদ সন্তান নুজহাত চৌধুরী শম্পা, শমি কায়সার, ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ব্যারিস্টার তুরিন আফরোজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এছাড়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে গৌরব’৭১।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি)