৩৬তম বিসিএস ক্যাডারসের সভাপতি বুলবুল, সম্পাদক রুহানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৯

৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ ক্যাডারের গোলাম রুহানী। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন খাদ্য ক্যাডারের মো. সাইফুল ইসলাম।

গত বৃহস্পতিবার ১৪১ সদস্যদের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মো. ইকবাল হোসেন রুমন (প্রশাসন), মোহাম্মদ ইমরুল (পুলিশ), মো. এমদাদুল হক (কৃষি), রাজন কুমার সাহা (পুলিশ), উৎপল পোদ্দার (গণপূর্ত), মো. সেলিম রেজা (মৎস্য), মো. মারফত আলী (কর), পার্থ সরকার (সওজ), মো. মামুন অর রশিদ (তথ্য), মোহাম্মদ ইমরান হাবীব (সমবায়), উজ্জ্বল কুমার হালদার (প্রশাসন), এম রাকিবুল হাসান ভূঞা (পুলিশ), মুশফিকুর রহমান তুষার (পুলিশ), মো. মাইদুল ইসলাম (কুড়িগ্রাম) (সওজ), গাজী শরীফা ইয়াছমিন লোপা (তথ্য), মুহাম্মদ তানিম রহমান (সমবায়), আসিফ রহমান নাহিদ (গণপূর্ত), মো. ফিরোজ কবির (কর), আবু সাইম আল-সালাউদ্দিন (প্রাণিসম্পদ), থান্দার কামরুজ্জামান (প্রশাসন), সুবর্না শামীম আলো (পররাষ্ট্র), দেবাশীষ সাহা (সওজ), মোহাম্মদ মোকাম্মেল হোসেন (তথ্য), ডা. তাসলিমা জান্নাত (স্বাস্থ্য), মিশর কুমার সাহা (শিক্ষা), মো. নাজিম উদ্দিন (শিক্ষা), মো. হারুন-অর-রশীদ (খাদ্য), আশরাফুল আলম সবুজ (প্রশাসন), আমিনুল ইসলাম (আনসার), শাকিলা জামান (নিরীক্ষা ও হিসাব), ডা. নিপা নন্দী (স্বাস্থ্য), মাহমুদুজ্জামান তিতু (পুলিশ), রিয়াদুস সালেহীন সাদী (গণপূর্ত),শাখী ছেপ (প্রশাসন), হিমেল আব্দুল কাদের চৌধুরি (শিক্ষা), শাহনাজ জেসমিন (ডাক), মো. আব্দুর রহিম (শিক্ষা) এবং মো. মামুন খান (প্রাণিসম্পদ)।

সহ-সভাপতি করা হয়েছে মো. সাবের মাহমুদ রিফাত ( শিক্ষা), মোল্লা আল মামুন (কৃষি), ডা. মো. আতিকুজ্জামান সমাপ্ত (স্বাস্থ্য), মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন (তথ্য), মাহফুজ আহমেদ জনি (প্রাণিসম্পদ), মো. হাফিজুর রহমান (সড়ক ও জনপথ), মো. ওবায়দুল্লাহ নয়ন (বাণিজ্য), মো. আনোয়ার হোসেন সরকার (আনসার), ফজিলাতুন্নেছা মিতু (শিক্ষা), মো. এনামুল ইসলাম (কর), এস এম হাসান উল ইসলাম (শিক্ষা), শফিকুল ইসলাম (পুলিশ), মো. হাসিবুল হাসান (প্রশাসন), আমিনুল ইসলাম জিসান (পররাষ্ট্র), উলফাত জাহান (পরিসংখ্যান) এবং সুমন আহমেদ (সমবায়)।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এস এম নজরুল ইসলাম (কর), নাজমুল হক ইমন (শিক্ষা), তাওহীদ কামিয়াব (গণপূর্ত), মো. সিরাজুল ইসলাম (বাণিজ্য), মো. আজাহার আলী (প্রশাসন), পার্থ প্রতীম বিশ্বাস (পুলিশ), মো. আরেফিন হাসান শাওন (কৃষি) এবং রাশেদ হাসান রিয়াজ (মৎস্য)।

সাংগঠনিক সম্পাদক হলেন ডা. মো. আসাদুজ্জামান (স্বাস্থ্য), মোস্তাফিজুর রহমান লিংকন (পুলিশ), মো. জেনিথ আলম মিয়া (নিরীক্ষা ও হিসাব), সেলিম আহমেদ (প্রশাসন), রেবেকা সুলতানা (শিক্ষা), মো. দেলোয়ার হোসেন (তথ্য), মো. রিফাত হাসান তমাল (বাণিজ্য) এবং শাহ মো. আরিফুল ইসলাম (কৃষি), প্রচার সম্পাদক হয়েছেন সড়ক ও জনপথের মো. মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক পররাষ্ট্রের মো. জাবের হায়দার, আন্তর্জাতিক সম্পাদক পররাষ্ট্রের বিশ্বজিৎ দেবনাথ, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পরিসংখ্যানের মো. হাসানুজ্জামান রাজিব, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষার আনিসুর রহমান লিসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক পুলিশের মো. শফিউল আজম সরকার, পরিবেশ সম্পাদক প্রশাসনের মো. জামাল হোসেন, মিডিয়া সম্পাদক তথ্যের মকবুল হোসেন শিমুল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ট্যাক্সের কাজী ইছায়েদ হোসেন, ক্রীড়া সম্পাদক কৃষির মো. মাহমুদুল হাসান এবং ইনোভেশন সম্পাদক ট্যাক্সের মো. জোনায়েদ হোসেন।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শান মুহম্মদ ইরান (স্বাস্থ্য), আইন বিষয়ক সম্পাদক মো. হাফিজুল হক (প্রশাসন), আপ্যায়ন সম্পাদক মনির সরকার (শিক্ষা), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সুমন (বাণিজ্য), নারী বিষয়ক সম্পাদক মোছা. তানজিনা সাথী (কর), সমাজসেবা বিষয়ক সম্পাদক এন এম আব্দুল্লাহ আল মামুন (প্রশাসন), শৃঙ্খলা বিষয়ক সম্পাদক রণজয় চন্দ্র মল্লিক (পুলিশ), উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান (শিক্ষা), কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ (পুলিশ), নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সালেকুল ইসলাম বিপ্লব (কর), শিক্ষা ও কল্যাণ বিষয়ক সম্পাদক শামীমা নাসরিন (শিক্ষা), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (কৃষি), বিজ্ঞান বিষয়ক সম্পাদক নিশাত আল নাহিয়ান (পুলিশ), ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আল আমিন (শিক্ষা), পূর্ত বিষয়ক সম্পাদক নাইমুর রহমান (গণপূর্ত) এবং কৃষি বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান জিহাদ (কৃষি)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- সচিব তালুকদার (শিক্ষা), আব্দুল লতিফ (শিক্ষা), কানিজ ফাতেমা কাকলি (শিক্ষা), মাহমুদুল হাসান (প্রশাসন), প্রকাশ দেবনাথ (তথ্য) এবং সাদিয়া আক্তার স্মৃতি (শিক্ষা)।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :