চাকরি স্থায়ীকরণে প্রধান শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চাকরি স্থায়ীকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রয়োজনীয় প্রমানসহ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে উপপরিচালক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়। এ সংক্রান্ত চিঠিটি পাঠানো হয়েছে বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

চিঠিতে  ছক অনুসরণ করে  প্রয়োজনীয় প্রমাণকসহ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। ছক অনুযায়ী প্রধান শিক্ষককে তাদের নাম, পদবি ও কর্মস্থলের ঠিকানা, রাজস্বখাতে নিয়োগপ্রাপ্ত হলে প্রথম যোগদানের তারিখ, প্রধান শিক্ষক পদে যোগদানের তারিখ, জাতীয়কৃত শিক্ষক হলে রাজস্বখাতে স্থানান্তর বা জাতীয়করণের তারিখ, শিক্ষাগত যোগ্যদা অর্জন করেছে কি না মন্তব্য এবং এসিআর অনুযায়ী চাকরি সন্তোষজনক কি না তা উল্লেখ করে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। 

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/টিএটি/জেবি)