রাজশাহীতে রেস্তোরাঁয় বাবুর্চির ‘আত্মহত্যা’

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৪৭

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর একটি রেস্তোরাঁয় সেখানকার প্রধান বাবুর্চি গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার ‘দ্য হাইড আউট’ ক্যাফেতে এই ঘটনা ঘটে।

নিহত ওই রেস্তোরাঁ কর্মীর নাম শাহীন আলম শুভ(২৮)। রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকার নূরপুর মহল্লায় তার বাড়ি। তার বাবার নাম মাহবুবুর রহমান। শুভ রাজশাহী কলেজ থেকে স্নাতক শেষ করেছেন।

প্রেমঘটিত কারণে শুভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জানিয়ে রেস্তোরাঁ মালিক জুবায়ের হোসেন বলেন, তার রেস্তোরাঁ একটি ভবনের তৃতীয় তলায়। চতুর্থ তলায় রান্নার কাজ চলে। আর পঞ্চম তলায় থাকেন রেস্তোরাঁ কর্মীরা। সেখানেই ঘরে গলায় ফাঁস দেন শুভ।

জুবায়ের বলেন, বেলা সাড়ে ৩টার দিকে এক তরুণী তার রেস্তোরাঁর কাওসার হোসেন নামে এক ওয়েটারকে ফোন করেন। ওই তরুণী তাকে বলেন, শুভ কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তিনি ওই ওয়েটারকে দ্রুত শুভর কাছে যেতে বলেন। কাওসার গিয়ে দেখেন ঘরের দরজার বন্ধ। এ সময় কয়েকজন মিলে দরজাটি ভাঙা হয়। এরপর শুভকে সিলিং থেকে নামানো হয়।

রেস্তোরাঁ মালিক বলেন, তখনও শ্বাস-প্রশ্বাস চলছিল। তাই আমরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখান থেকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমরা পুলিশ এবং শুভর পরিবারকে বিষয়টি জানাই। আর মরদেহ মর্গে রাখা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রেস্তোরাঁ এবং কর্মীদের থাকার স্থানগুলো পরিদর্শন করেছে। তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/কেএম)