করিমগঞ্জে আ.লীগ আহ্বায়কের অপসারণের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৩ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ওমর ফারুক তালুকদার। এতে সভাপতিত্ব করেন আব্বাছ উদ্দিন আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নাসিরুল ইসলাম খান চট্টগ্রাম জেটিতে টালি ক্লার্ক হিসেবে চাকরির সুবাদে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি মালিক হয়েছেন। এরশাদ সরকারের পতনের পর চট্রগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দীন চৌধুরী অসৎ কর্মচারী হিসেবে নাসিরুল ইসলামের নাম উল্লেখ করেন। সেই দুর্নীতিবাজ কোনো দিন আওয়ামী লীগ না করলেও ২০০২ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক পদ বাগিয়ে নেন। এরপর থেকেই আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপির লোকদের ইউনিয়ন কমিটির পদ বিক্রি করে যাচ্ছেন। তাই আহবায়ককে আমরা দ্রুত অপসারণের জন্যে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম, মাহবুবুল বাশার শামীম, জিল্লুর রহমান ঠাকুরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান বলেন, গত ১৮ বছর যাবত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে জাপার লোকজন আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছে। আমার ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি (আওয়ামী লীগ) হতে ১৭ জন বের হয়ে গেছে। ওরা আওয়ামী লীগ করে না, নৌকার নির্বাচনের বিরুদ্ধাচারণ করে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :