কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:১৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি প্রাঙ্গণে ভারতীয় অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ।

শুক্রবার দুপুরে তিনি কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণাধীন মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া, অতিথিদের জন্য বিশ্রামাগারসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং পর্যবেক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।

পর্যবেক্ষণ শেষে রবী ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ি ঘুরে দেখেন তিনি। এ ছাড়াও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :