এবার ফাইজারের টিকার অনুমোদন দিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৪০ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১২:২৮

ব্রিটেনের পর এবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে মার্কিন ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে বাহরাইন। শুক্রবার বাহরাইনের নিয়ন্ত্রক সংস্থা এনএইচআরএ একটি বিবৃতিতে টিকা অনুমোদনের কথা জানিয়েছে।

এনএইচআরএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়াম আল-জালাহমা বলেন, ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার কারণে রাজ্যের করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ স্তর যুক্ত হবে।

এনএইচআরএ জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকাটি উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের প্রয়োগ করা হবে। খবর আল জাজিরার

তবে কী পরিমাণ টিকা বাহরাইন ক্রয় করেছে এবং কবে থেকে প্রয়োগ শুরু হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি।

এর আগে বাহরাইন আগেই চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের উদ্ভাবিত টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এরই মধ্যে প্রায় ছয় হাজার মানুষ তা গ্রহণ করেছেন। সিনোফার্মের টিকাটি সংযুক্ত আরব আমিরাতেও প্রয়োগ হচ্ছে।

বাহরাইনের জন্য ফাইজারের টিকা পরিবহন ও সংরক্ষণ কঠিন হতে পারে। কারণ ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের টিকা ভালো রাখতে গেলে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। অপরদিকে বাহরাইনে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই টিকা পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ার।

এর আগে ০২ ডিসেম্বর সর্বসাধারণের ব্যবহারের জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। খুব দ্রুতই টিকাদান কার্যক্রম শুরু করবে দেশটি।

ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :