গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি গ্রেপ্তার, স্বামী-শ্বশুর পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরপুবাইল গ্রামে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পালিয়ে যায় নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুর।

এ ঘটনায় গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে নিহতের শাশুড়ি নুরুন্নাহারকে।

নিহত তাসলিমা আক্তার উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুস সালামের মেয়ে তাসলিমার সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল গ্রামের আলিম উদ্দিনের ছেলে সোহেল মিয়ার সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন সোহেল মিয়া। করোনার জন্য বাড়িতে চলে এলে টাকার জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। বাবার বাড়ি থেকে কয়েক দফায় টাকা এনে দিলেও ফের টাকা না দিতে পারায় বেশ কয়েকদিন ধরে ঝগড়ার পাশপাশি তাসলিমার ওপর নির্যাতন চালাচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে একটার দিকে তাসলিমার বাড়িতে খবর পাঠানো হয়, তাসলিমা স্টোকজনিত কারণে মারা গেছে। খবর পেয়ে রাতেই পরিবারের লোকজন ছুটে এলেও কাউকে লাশ দেখতে দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে শুক্রবার সকালে স্বজনরা দাবি জানান, গোসলের সময় যেন তাদের পরিবারের কাউকে রাখা হয়। পরে গোসলের সময় লাশের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। তাৎক্ষণিক কথা কাটাকাটির এক পর্যায়ে লাশ রেখেই দ্রুত গা ঢাকা দেয় নিহতের স্বামী, শ্বশুর ও অন্যরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জানান, ঘটনাটির খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেইসঙ্গে অভিযুক্ত শাশুড়িকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :