ইউপি সদস্যের নেতৃত্বে শিক্ষকের ওপর হামলার অভিযোগ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলায় আহত শিক্ষক জাহিদুল হক উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার। গুরুত্বর আহত অবস্থায় তিনি বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তফা হোসাইন জানান, জাহিদুল হকের মুখে দুইটি গভীর ক্ষত রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।  

জাহিদুল হক বলেন, ‘বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাহান গাজীকে সমর্থন না দেওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ওই ইউপি সদস্যের নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় সে আমাকে হুমকি ধামকি দিয়েছেন। শুক্রবার আমি সিকদার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।’

তবে শাহজাহান গাজী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।’

 এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)