ফরিদপুরে এলপিজি অটো গ্যাস স্টেশন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস স্টেশন ‘মেসার্স ফরিদপুর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন’র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের ফরিদপুর শহর তলীর বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় স্টেশনটির উদ্বোধন করা হয়।

মেসার্স ফরিদপুর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী সৈয়দ মোকাররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জি-গ্যাসের হেড অব বিজনেস আবু সাঈদ রাজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, জি-গ্যাসের সিনিয়র ম্যানেজার মাহবুবুল ইসলাম খান, কৈজুরী ইউপির সাবেক চেয়ারম্যান রাউফ উন নবী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদ রাজা বলেন, পরিবেশবান্ধব এলপি গ্যাস শহরের বায়ু দূষণ রোধে সহায়তা করবে। এই স্টেশনটিতে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যামে এলাকার ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)