৫ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:২১

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কুমিল্লা।

এর আগে কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছিল যাত্রী ও পণ্যবাহী দুই শতাধিক যানবাহন। ফেরি চালু হওয়ায় যানবাহন পারাপার শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নৌরুটে চলাচল বন্ধ হয়, সকাল সাড়ে ১০টায় বাংলাবাজারের উদ্দেশে দিনের ফেরি কুমিল্লা ছেড়ে গেছে। মাঝ নদীতে আটকে পড়া ২টি ফেরি শিমুলিয়া ঘাটের দিকে ছেড়ে আসে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :