চুরির অভিযোগে স্কুলছাত্রকে নির্যাতন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:৪৭ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:২১

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে চুরির অভিযোগে আসিক চৌকিদার (১৪) নামে এক স্কুলছাত্রকে শারীরিকভাবে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ নির্যাতনের ঘটনা ঘটলেও শ‌নিবার সেই ঘটনার ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে পড়লে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা গেছে আসন্ন ডাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাষাই লাঠি হাতে পেটাচ্ছেন ওই কিশোরকে।

নির্যাতনের শিকার আসিক কিশোর খইয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আসিকের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় কোমলাপুর বাজারের কালাই শিকদারের হার্ডওয়ারের দোকানে সম্প্রতি চুরি হয়। এ চুরির ঘটনার অভিযোগ এনে বৃহস্পতিবার দিবাগত রাতে বাজার থেকে তুলে নিয়ে রেজাউল করিম ভাষাইসহ ৫-৬ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

মানবাধিকার কর্মী মিঠুসহ বেশ কয়েকজন বলেন, একজন স্কুলছাত্রকে চুরির অভিযোগে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি। ওই কিশোর যদি চুরি করেও থাকে তবে তার জন্য দেশে আইন আছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

স্কুলছাত্রের বাবা হিমজাল চৌকিদার বলেন, মিথ্যা চুরির অভিযোগে ভাষাই ও তার লোকজন আমার ছেলেকে নির্যাতন করেছে।

অভিযুক্ত ভাষাই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলেন, চোর মারলে কি হয়? তাই মারা হয়েছে।

ডাসার থানার ওসি মুহম্মদ আবদুল ওহাব বলেন, বিষয়টি শুনেছি। যদি পরিবার অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :