পঞ্চগড় চিনিকল রক্ষার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৩০ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৩

পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে টানা ছয় দিন ধরে বিক্ষোভ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। প্রতিদিনের মতো রবিবারও মিলগেটের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন তারা। এদিনে মিল চত্বরে বিক্ষোভ-মিছিলও করেন তারা।

চিনিকলের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে চালু রাখার দাবি জানান। এসময় তারা শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিও জানান।

তারা বলেন, অন্য কর্মসংস্থান না থাকায় মিলটি বন্ধ হয়ে গেলে মানবেতর জীবনযাপন করতে হবে তাদের। তারা বলেন, মিল চালু না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: নবী হোসেনসহ শ্রমিক-কর্মচারীরা বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :