গণপিটুনিতে নিহত জুয়েল হত্যায় চার আসামি রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:০৪ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:০২

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েলকে হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আমির হোসেন, মোতাহার হেসেন, বিপ্লব হোসেন ও আতিয়ার রহমান।

শনিবার জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এখন পর্যন্ত ডিবি পুলিশ এই চারজনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইনচার্জ ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। বলেন, আমরা অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :