পরিবেশ সংরক্ষণে বিবিসিএফ পুরস্কার পেলেন সাংবাদিক সাইফুল

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

চলনবিলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠক হিসেবে  ‘বিবিসিএফ অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কারে ভূষিত হয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

রবিবার বেলা ১১টায় সংগঠনের বগুড়া সেউজগাড়ী প্রধান কার্যালয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের দুজন সফল ব্যক্তি ও একটি সংগঠনকে এই পুরস্কার দেয়া হয়।

বিবিসিএফ সভাপতি ড. এস এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক সানাউল্ল্যা পাটোয়ারী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসিএফ এর উপদেষ্টা অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি মাসুম  মিয়া, কোষাধক্ষ্য আহসান হাবীব তালুকদার রঞ্জু, সাংবাদিক ও পরিবেশ কর্মী শারফুল ইসলাম খোকন, প্রভাষক হারুন অর রশিদ, তীরের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/কেএম)