পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:১৩ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৯

পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন মিলটির শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা। সোমবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে করে তারা এ বিক্ষোভ করে।

এসময় বিক্ষুব্ধরা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা দাহ করেন এবং তার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ঈশ্বরদী পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু পরে বিক্ষুব্ধরা মিল গেট সড়কে এসে আবারও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তারা চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের ছয় মাসের বকেয়া বেতন দেওয়ার দাবি জানান। এছাড়াও কৃষকবান্ধব সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মিলটি পুনরায় সচল করার দাবি জানান তারা।

এ সমাবেশে বক্তব্য দেন- পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, পাবনা আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :