ইজিবাইক চালকের আড়ালে ইয়াবা বেচেন তিনি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:২৯

আমিরুল ইসলাম (৩৫) পেশায় একজন ইজিবাইক চালক। পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপলদি গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন যাবত ইজিবাইকে যাত্রী পরিবহন পেশার আড়ালে চলছিল ইয়াবার ব্যবসা।

গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী র‌্যাব-৮ এর সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রবিউল ইসলামের নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দশমিনার মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের কালভাটের উপর হতে গ্রেপ্তার করা হয়।

এ সময় ইজিবাইক চালক আমিরুলের কাছ খেকে ৬৯৭টি ইয়াবা জব্দ করা হয়। এক জিজ্ঞাসাবাদে ইজিবাইকচালক আমিরুল ইসলাম স্বীকার করেছে যে, তিনি ইজিবাইক চালক হলেও তার প্রকৃত ব্যবসা ইয়াবা বিক্রি। সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা এনে উপজেলায় বিক্রি করত।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :