ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।  এতে  লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে তিন শতাধিক যানবাহন পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক(বাণিজ্য) সাফায়েত আহমেদ। 

তিনি জানান, মধ্যরাতে হঠাৎ মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়, ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানা তিনি। 

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/কেআর)