১১ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চালু

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:৩০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:০৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১১ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরি চালু হয়েছে বলে জানান শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ। 

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে তিন শতাধিক যানবাহন পদ্মা পার হওয়ার অপেক্ষায় থাকে। ফেরি চালু হওয়ায় অপেক্ষায় থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।

সাফায়েত আহমেদ জানান, মধ্যরাতে হঠাৎ মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। মাঝ পদ্মায় চারটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করা ছিল। বেলা ১১টার পর কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ১১টা ১৫ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে প্রথম ফেরি ছেড়ে যায়।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/কেআ)