আটোয়ারীতে সীমান্তে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:১২

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় ভারতীয় সীমান্ত এলাকায় ৩৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। সোমবার রাতে তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও বিওপি টহল দল পরিত্যাক্ত অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে।

পঞ্চগড় ১৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোধগাঁও বিওপি টহল দলের কমান্ডার নায়েব সুবেদার খাইরুল ইসলামের নেতৃত্বে ভারতীয় সীমান্ত পিলার ৪০০/৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযান পরিচালনার আগেই মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম প্রায় এক লাখ ৪২ হাজার ৪৯০ টাকা বলে বিজিবি জানায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার আনিসুর রহমান বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মাদক কারবার এবং চোরাচালানে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। 

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)