৮ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার আট ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৬টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দ্যেশে দিনের প্রথম ফেরি ‘ক্যামেলিয়া’ ছেড়ে যায়।

এর আগে ঘনকুয়াশার কারণে মঙ্গলবার রাত সাড়ে ১০টা দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

বর্তমানে নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৪টি ফেরি চলছে বলে জানান বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের  সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)  ফয়সাল হোসেন। 

তিনি জানান, মঙ্গলবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়া ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে, দুর্ঘটনা এড়াতে  নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।  মাঝ পদ্মায় তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। ভোর সাড়ে ৬টায় কুয়াশা ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে যাত্রী ও যানবাহন স্বাভাবিকভাবে পার করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/জেবি)