রোকেয়া পদক পেলেন পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:২৪ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬

বেগম রোকেয়া দিবসে এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ জন বিশিষ্ট নারী।

বুধবার বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন।

এ বছর পদ পাওয়া নারীরা হলেন- উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারী নেত্রী বেগম মুশতারী শফী, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং কর্নেল ডা. নাজমা বেগম,

১৯৯৫ সাল থেকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান শুরু হয়। এটি একটি রাষ্ট্রীয় পদক। বেগম রোকেয়া পদক নীতিমালা-২০১৭ অনুযায়ী দেশে নারীদের জন্য এটিই সর্বোচ্চ পুরস্কার।

ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/কারই

সংবাদটি শেয়ার করুন

নারীমেলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা