হোটেলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক পুলিশ-বিজিবি-আনসার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:৪১ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ১২:২০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর শতাধিক সদস্য। তাদের মধ্যে ৪০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ জানান, বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হন পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। বিকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য একে একে পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতাল ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন কুমিল্লা জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আফতাব মো. মহিউদ্দিন মুবিন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :