বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সৈয়দপুরে মশাল মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৬:০২ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার রাত ৯টায় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের আয়োজনে মশাল মিছিলটি শহরের শহীদ স্মৃতি চত্বর থেকে শুরু হয়। পৌর ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলোর প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদিনা হোটেল মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারী কর্তৃক কুষ্টিয়ায় জাতির জনক, স্বাধীনতার মহান নেতা, বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনা নিছক কোনো বিষয় নয়। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। আমরা এ চ্যালেঞ্জের মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া আধুনিক বাংলাদেশের সার্বিক উন্নয়নে সকল প্রকার সংগ্রামে অগ্র সৈনিক হিসেবে মাঠে অবস্থানের মধ্য দিয়ে জানান দিতে চাই। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো প্রকার মৌলবাদী শক্তির উত্থান বরদাশত করা হবে না। দীর্ঘদিন পর সৈয়দপুরে রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা আবারও সরকারের সকল কর্মকাণ্ডকে বেগবান করার ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান প্রকাশ করলাম।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ও সুরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, আ’লীগ নেতা আখতার খান, কামারপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জোতদার মতি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সরকার, সাবেক পৌর সভাপতি নজির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :