গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর জয়

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ১৩:১৫

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) মোস্তফা মুন্সী বিপুল ভোটে জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ ভবনের হলরুমে রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, মোস্তফা মুন্সী নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকে আরিফুজ্জামান (স্বতন্ত্র) ১২ হাজার ৬০৬ ভোট, ধানের শীষ প্রতীকে মাহবুব আলম সাহিন ২ হাজার ৩৪৯ ভোট, আনারস প্রতীকে গোলাম মাহাবুব রাব্বানি (স্বতন্ত্র) ১ হাজার ৯২৮ ভোট ও মোটরসাইকেল প্রতীকে সুলতান (স্বতন্ত্র) ৩০৫ ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসার আরো জানান, গোয়ালন্দ উপজেলার ৩৫টি কেন্দ্র মোট ভোটার রয়েছেন ৯১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও নারী ভোটর ৪৫ হাজার ৩৫৫ জন।

উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ে। এর মধ্যে বেশিরভ্গাই ছিলেন মহিলা ভোটার।

প্রসঙ্গত, গত বছর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুর পর দ্ইু দফা নির্বাচন তারিখ ঘোষিত হলেও বন্যা ও করোনার কারণে তা পিছিয়ে যায়। সবশেষ চলতি বছরের ১০ ডিসেম্বর উপ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :